তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটে ছুটি থাকছে না
যুগান্তর প্রতিবেদন
২৮ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আগামী ৩০ জানুয়ারি ৬২ পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় থাকছে না সাধারণ ছুটি। তবে নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন নির্দেশনা দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক তৃতীয় ধাপে ৬২টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ছাড়া নির্বাচনি এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটে ছুটি থাকছে না
তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আগামী ৩০ জানুয়ারি ৬২ পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় থাকছে না সাধারণ ছুটি। তবে নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন নির্দেশনা দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক তৃতীয় ধাপে ৬২টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ছাড়া নির্বাচনি এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।