দুই বছরে সাক্ষ্য হয়নি একটিও
কিবরিয়া হত্যা মামলা
সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ
২৮ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গত ২ বছরে সাক্ষ্য হয়নি একটিও। সাক্ষী না আসা, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো আদালতে হাজির না হতে পারাসহ নানা জটিলতায় বিচার দীর্ঘ হচ্ছে।
এদিকে এ হত্যা মামলার তদন্ত সঠিক হয়নি বলে দাবি করছেন শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, আমার বাবা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের জন্য কাজ করেছেন। অর্থমন্ত্রী ছিলেন। সংসদ সদস্য ছিলেন। এমপি থাকা অবস্থায় গ্রেনেড হামলায় তিনি মারা যান। ১২ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কিন্তু এখনও আমরা সুষ্ঠু বিচারের কোনো সম্ভাবনা দেখছি না। এ ঘটনায় মামলা হয়েছিল। ৩টি চার্জশিট দেয়া হয়েছে। অথচ একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক নেই। ৩ চার্জশিটই আমরা প্রত্যাখ্যান করেছি। যতদিন একটি সুষ্ঠু তদন্ত না হয়, ততদিন সুষ্ঠু বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
মামলার আইনজীবী সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সরওয়ার আহমেদ আবদাল জানান, হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ১২৮ জনই এখনও সাক্ষ্য দেননি। তাদের ওপর সমনও জারি করা হয়েছে। আশা করা যায় তারা আসবেন। তবে মামলার রায় কবে হবে তা নিশ্চিত করে বলা যাবে না। কারণ সাক্ষীর সংখ্যা অনেক বেশি। সাক্ষ্য নেয়ার পর যুক্তিতর্ক হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিবরিয়া হত্যা মামলা
দুই বছরে সাক্ষ্য হয়নি একটিও
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গত ২ বছরে সাক্ষ্য হয়নি একটিও। সাক্ষী না আসা, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো আদালতে হাজির না হতে পারাসহ নানা জটিলতায় বিচার দীর্ঘ হচ্ছে।
এদিকে এ হত্যা মামলার তদন্ত সঠিক হয়নি বলে দাবি করছেন শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, আমার বাবা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের জন্য কাজ করেছেন। অর্থমন্ত্রী ছিলেন। সংসদ সদস্য ছিলেন। এমপি থাকা অবস্থায় গ্রেনেড হামলায় তিনি মারা যান। ১২ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কিন্তু এখনও আমরা সুষ্ঠু বিচারের কোনো সম্ভাবনা দেখছি না। এ ঘটনায় মামলা হয়েছিল। ৩টি চার্জশিট দেয়া হয়েছে। অথচ একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক নেই। ৩ চার্জশিটই আমরা প্রত্যাখ্যান করেছি। যতদিন একটি সুষ্ঠু তদন্ত না হয়, ততদিন সুষ্ঠু বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
মামলার আইনজীবী সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সরওয়ার আহমেদ আবদাল জানান, হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ১২৮ জনই এখনও সাক্ষ্য দেননি। তাদের ওপর সমনও জারি করা হয়েছে। আশা করা যায় তারা আসবেন। তবে মামলার রায় কবে হবে তা নিশ্চিত করে বলা যাবে না। কারণ সাক্ষীর সংখ্যা অনেক বেশি। সাক্ষ্য নেয়ার পর যুক্তিতর্ক হবে।