আন্তর্জাতিক কাস্টমস দিবসে সম্মাননা পেল ক্রাউন সিমেন্ট
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড তথা ক্রাউন সিমেন্টকে বিশেষ সম্মাননা প্রদান করেছে কুমিল্লা কাস্টমস। কুমিল্লার বিবির বাজার ও ফেনীর বিলোনিয়া স্থলবন্দর দিয়ে সর্বোচ্চ পরিমাণ সিমেন্ট রপ্তানি করায় ক্রাউন সিমেন্টকে এ বিশেষ সম্মাননা দেয়া হয়। মঙ্গলবার কুমিল্লা কাস্টমস দপ্তরের মেঘনা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোক্তার হোসেন তালুকদার এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের সিইও মো. মোক্তার হোসেন তালুকদার বলেন, ২০০৩ সাল থেকেই ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে ক্রাউন সিমেন্ট রপ্তানি হয়ে আসছে। তিনি বলেন, আমরা ২০১৯-২০ অর্থবছরে ৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৮১ হাজার টন সিমেন্ট রপ্তানি করেছি। বর্তমান অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ গত ডিসেম্বর পর্যন্ত ক্রাউন সিমেন্ট রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৪২ হাজার ৪৩০ টন সিমেন্ট। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আন্তর্জাতিক কাস্টমস দিবসে সম্মাননা পেল ক্রাউন সিমেন্ট
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড তথা ক্রাউন সিমেন্টকে বিশেষ সম্মাননা প্রদান করেছে কুমিল্লা কাস্টমস। কুমিল্লার বিবির বাজার ও ফেনীর বিলোনিয়া স্থলবন্দর দিয়ে সর্বোচ্চ পরিমাণ সিমেন্ট রপ্তানি করায় ক্রাউন সিমেন্টকে এ বিশেষ সম্মাননা দেয়া হয়। মঙ্গলবার কুমিল্লা কাস্টমস দপ্তরের মেঘনা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোক্তার হোসেন তালুকদার এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের সিইও মো. মোক্তার হোসেন তালুকদার বলেন, ২০০৩ সাল থেকেই ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে ক্রাউন সিমেন্ট রপ্তানি হয়ে আসছে। তিনি বলেন, আমরা ২০১৯-২০ অর্থবছরে ৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৮১ হাজার টন সিমেন্ট রপ্তানি করেছি। বর্তমান অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ গত ডিসেম্বর পর্যন্ত ক্রাউন সিমেন্ট রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রায় ৪২ হাজার ৪৩০ টন সিমেন্ট। সংবাদ বিজ্ঞপ্তি।