কাশিমপুরে শিক্ষকের ভুলে বিপন্ন ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ
কাশিমপুর (গাজীপুর মহানগর) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন কাশিমপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। করোনা মহামারির কারণে থমকে গেছে সারা বিশ্ব। তারই সঙ্গে স্থগিত হয়ে গেছে শিক্ষার্থীদের লেখাপড়া। ধুলা জমেছে বই-খাতায়। যখনই স্কুল-কলেজ খুলে দিল, ছাত্রছাত্রীরা প্রাণ ফিরে পেল। উচ্ছ্বাস-উদ্দিপনায় পড়ালেখার পাশাপাশি যখনই পরীক্ষার প্রস্তুতি শুরু হলো, ঠিক তখনই কাশিমপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে নেমে এলো হতাশার কালো ছায়া।
এ ব্যাচের মানবিক শাখার ২৪ জন শিক্ষার্থী ইসলামি ইতিহাসে রেজিস্ট্রেশন করে সারা বছর লেখাপড়া করে এলেও পরীক্ষার কয়েকদিন আগে প্রবেশপত্র পাওয়ার পর দেখতে পায়, শিক্ষকের ভুলে ইসলামি ইতিহাসের পরিবর্তে অর্থনীতি বিষয় এসেছে। মাথায় আকাশ ভেঙে পড়া এসব শিক্ষার্থীরা কূল-কিনারা না পেয়ে দিশেহারা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, বিষয়টি সংশোধন করা এই মুহূর্তে সম্ভব না হলেও তাদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে প্রস্তুত করে দেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাশিমপুরে শিক্ষকের ভুলে বিপন্ন ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন কাশিমপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ২৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। করোনা মহামারির কারণে থমকে গেছে সারা বিশ্ব। তারই সঙ্গে স্থগিত হয়ে গেছে শিক্ষার্থীদের লেখাপড়া। ধুলা জমেছে বই-খাতায়। যখনই স্কুল-কলেজ খুলে দিল, ছাত্রছাত্রীরা প্রাণ ফিরে পেল। উচ্ছ্বাস-উদ্দিপনায় পড়ালেখার পাশাপাশি যখনই পরীক্ষার প্রস্তুতি শুরু হলো, ঠিক তখনই কাশিমপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে নেমে এলো হতাশার কালো ছায়া।
এ ব্যাচের মানবিক শাখার ২৪ জন শিক্ষার্থী ইসলামি ইতিহাসে রেজিস্ট্রেশন করে সারা বছর লেখাপড়া করে এলেও পরীক্ষার কয়েকদিন আগে প্রবেশপত্র পাওয়ার পর দেখতে পায়, শিক্ষকের ভুলে ইসলামি ইতিহাসের পরিবর্তে অর্থনীতি বিষয় এসেছে। মাথায় আকাশ ভেঙে পড়া এসব শিক্ষার্থীরা কূল-কিনারা না পেয়ে দিশেহারা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, বিষয়টি সংশোধন করা এই মুহূর্তে সম্ভব না হলেও তাদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে প্রস্তুত করে দেওয়া হবে।