আলেম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া আলেম বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ইসলামী যুব আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মঙ্গলবার বিকালে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলেম বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, বিশেষ অতিথি ছিলেন রাজধানী উত্তরার জামিয়াতুস সাহাবা’র প্রিন্সিপাল আল্লামা রুহুল আমিন খান উজানভী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুহাম্মদ ইমতিয়াজ আলম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, মাওলানা শওকত আমীন, মাওলানা শওকত আলী, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আবুল হাশেম, মাওলানা মুহম্মদ আলী, কারী আব্দুল হামিদ, মাওলানা আলী আহমেদ, মাওলানা আসমত আলী মিয়া, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আবু তাহের মজুমদার, মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারত স্বাধীন করতে গিয়ে ৮০ হাজার আলেম জীবন দিয়েছিল। ১৪ হাজার আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ইন্ডিয়ান গেটের মধ্যে নাম লেখা রয়েছে ৯৩ হাজার ৩৬৩ জন শহিদের। তাদের মধ্যে ৬২ হাজার ৯৪৫ জন ছিল মুসলমান। প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, ইসলাম ও স্বাধীনতা- এই দুটি বিষয় সাংঘর্ষিক নয়। ইসলাম মানুষকে পরাধীন দেখতে চায় না।