রূপগঞ্জে মশারি কারখানায় অগ্নিকাণ্ড
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জে একটি মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ঘর পুড়ে যায়। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইলের বিজয় নগর এলাকায় সোলেমান ও ফারুক নামে দুজনের একটি মশারি কারখানা ছিল। রাত ১০টার দিকে মশারি কারখানা বন্ধ করে শ্রমিকরা বাড়ি চলে যায়। রাত ১০টার দিকে কারখানার মালিক ফারুক বাড়ি থেকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য কারখানায় যান। এ সময় তিনি কারখানায় আগুন জ্বলতে দেখেন। তিনি আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে ফোন দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রূপগঞ্জে মশারি কারখানায় অগ্নিকাণ্ড
রূপগঞ্জে একটি মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ঘর পুড়ে যায়। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইলের বিজয় নগর এলাকায় সোলেমান ও ফারুক নামে দুজনের একটি মশারি কারখানা ছিল। রাত ১০টার দিকে মশারি কারখানা বন্ধ করে শ্রমিকরা বাড়ি চলে যায়। রাত ১০টার দিকে কারখানার মালিক ফারুক বাড়ি থেকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য কারখানায় যান। এ সময় তিনি কারখানায় আগুন জ্বলতে দেখেন। তিনি আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে ফোন দেন।