ডেমরায় মাদ্রাসার নামে মুক্তিযোদ্ধার জমি দখল
প্র্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ডেমরা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজধানীর ডেমরায় মাদ্রাসার নামে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার সামনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে রোববার বেলা ১১টায় সাইনবোর্ডের মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক মুফতি মো. আযহারুল ইসলাম ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্ণধার ও তার ভাই চিহ্নিত ভূমিদস্যু। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এআর মামুন সরকারের কেনা ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে। ইতোমধ্যে তারা ওই জায়গায় দোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এআর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিল তারা। পরবর্তীতে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরি করেছে। বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি। অভিযুক্ত মাজহারুল ইসলাম বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা দখলে রেখেছি।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মাদ্রাসার নামে জমি দখলের ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্র্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ডেমরায় মাদ্রাসার নামে মুক্তিযোদ্ধার জমি দখল
রাজধানীর ডেমরায় মাদ্রাসার নামে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার সামনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে রোববার বেলা ১১টায় সাইনবোর্ডের মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক মুফতি মো. আযহারুল ইসলাম ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্ণধার ও তার ভাই চিহ্নিত ভূমিদস্যু। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এআর মামুন সরকারের কেনা ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে। ইতোমধ্যে তারা ওই জায়গায় দোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এআর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিল তারা। পরবর্তীতে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরি করেছে। বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি। অভিযুক্ত মাজহারুল ইসলাম বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা দখলে রেখেছি।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, মাদ্রাসার নামে জমি দখলের ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।