বিনা নোটিশেই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের: ডিএনসিসি মেয়র
যুগান্তর প্রতিবেদন
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজধানীর বসিলার লাউতলা খালে রোববার উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। এ সময় উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও ইটপাটকেলের মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। পরে উচ্ছেদ অভিযান বিরতিহীনভাবে চলে। আজ সোমবারও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-মেয়র আতিকুল বলেছেন, অবৈধ দখলদারদের নামে কোনো নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।
বসিলা খালের উচ্ছেদ অভিযানে এসে মেয়র আতিকুল বলেন, আমরা ঢাকার জলাবদ্ধতা দূর করতে সব খাল উদ্ধারে কাজ শুরু করেছি। এখানে দেখলাম, খালের জায়গা ভরাট করে ট্রাকস্ট্যান্ড করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিনা নোটিশেই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের: ডিএনসিসি মেয়র
রাজধানীর বসিলার লাউতলা খালে রোববার উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে অবৈধ দখলদাররা। এ সময় উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামও ইটপাটকেলের মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। পরে উচ্ছেদ অভিযান বিরতিহীনভাবে চলে। আজ সোমবারও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-মেয়র আতিকুল বলেছেন, অবৈধ দখলদারদের নামে কোনো নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।
বসিলা খালের উচ্ছেদ অভিযানে এসে মেয়র আতিকুল বলেন, আমরা ঢাকার জলাবদ্ধতা দূর করতে সব খাল উদ্ধারে কাজ শুরু করেছি। এখানে দেখলাম, খালের জায়গা ভরাট করে ট্রাকস্ট্যান্ড করা হয়েছে।