বন্দরে বাকি না দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্দরে বাকিতে চা-সিগারেট না দেওয়ায় চা দোকানদার নাসিরউদ্দিন ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ২৮০০ টাকা, পাঁচ প্যাকেট বেনসন সিগারেট ও ১০ পেকেট গ্লোডলিফ সিগারেট ছিনিয়ে নেয়। বুধবার ২০নং ওয়ার্ড বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চা দোকানদার নাসির ও তার স্ত্রী নাজমা বেগমকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চা দোকানির মেয়ে উম্মে কুলসুম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উম্মে কুলসুম জানান, তার বাবা নাসিরউদ্দিন মাহমুদনগরের মনা হাজীর দোকান ভাড়া নিয়ে চা-সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বুধবার একই এলাকার মৃত শাহীনূর মিয়ার ছেলে সাদ্দামসহ কয়েকজন চায়ের দোকানে এসে বাকিতে সিগারেট ও চা চায়। বাকি দিতে অসম্মতি জানালে সাদ্দামসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তারা চায়ের দোকান ভাঙচুর করে ও তার বাবা মাকে মারধর করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্দরে বাকি না দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত
বন্দরে বাকিতে চা-সিগারেট না দেওয়ায় চা দোকানদার নাসিরউদ্দিন ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ২৮০০ টাকা, পাঁচ প্যাকেট বেনসন সিগারেট ও ১০ পেকেট গ্লোডলিফ সিগারেট ছিনিয়ে নেয়। বুধবার ২০নং ওয়ার্ড বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চা দোকানদার নাসির ও তার স্ত্রী নাজমা বেগমকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চা দোকানির মেয়ে উম্মে কুলসুম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উম্মে কুলসুম জানান, তার বাবা নাসিরউদ্দিন মাহমুদনগরের মনা হাজীর দোকান ভাড়া নিয়ে চা-সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বুধবার একই এলাকার মৃত শাহীনূর মিয়ার ছেলে সাদ্দামসহ কয়েকজন চায়ের দোকানে এসে বাকিতে সিগারেট ও চা চায়। বাকি দিতে অসম্মতি জানালে সাদ্দামসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তারা চায়ের দোকান ভাঙচুর করে ও তার বাবা মাকে মারধর করে।