রূপগঞ্জে পুলিশি বাধায় বিএনপির আহ্বায়ক কমিটির সভা পণ্ড
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তবে, পুলিশ বলছেন বিএনপির স্বাভাবিক প্রোগ্রাম পুলিশ বন্ধ করবে কেন? তারা নিজেরাই বন্ধ করে দিয়ে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় পুলিশ বাধা দিলে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজিত পরিচিতি সভা পণ্ড হয়ে যায়। রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শান্তিপূর্ণ পরিচিতি সভাটি পুলিশ বন্ধ করে দিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সভা করলে পুলিশ বন্ধ করবে কেন? এছাড়া এ সভার ব্যাপারে আমাদের জানা নেই। আমার মনে হয়, তারা তাদের প্রোগ্রামটি নিজেরাই বন্ধ রেখে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রূপগঞ্জে পুলিশি বাধায় বিএনপির আহ্বায়ক কমিটির সভা পণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তবে, পুলিশ বলছেন বিএনপির স্বাভাবিক প্রোগ্রাম পুলিশ বন্ধ করবে কেন? তারা নিজেরাই বন্ধ করে দিয়ে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় পুলিশ বাধা দিলে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজিত পরিচিতি সভা পণ্ড হয়ে যায়। রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শান্তিপূর্ণ পরিচিতি সভাটি পুলিশ বন্ধ করে দিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সভা করলে পুলিশ বন্ধ করবে কেন? এছাড়া এ সভার ব্যাপারে আমাদের জানা নেই। আমার মনে হয়, তারা তাদের প্রোগ্রামটি নিজেরাই বন্ধ রেখে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন।