বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে সম্পর্ক
গাজীপুরে গ্রেফতার ১
গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর কোনাবাড়ীতে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধষর্ণ করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ভিকটিম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠিয়েছে। গ্রেফতার তানভির হোসেন কোনাবাড়ী আমবাগ এলাকার আ. সালাম মিয়ার ছেলে।
মামলার বাদী জানান, ঝুট ব্যবসায়ী তানভীর হোসেনের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করলে আদালতে একটি মামলা করেন। তালাকের প্রায় এক বছর পর তার ভাড়া বাসায় গিয়ে আবারও বিয়ের আশ্বাস দিয়ে তানভীর শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে ভয় দেখায়। বৃহস্পতিবার অভিযুক্ত তানভির হোসেন ভিকটিমের বাসায় গিয়ে ভয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘটনার সত্যতা স্বীকার করায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে সম্পর্ক
গাজীপুরে গ্রেফতার ১
গাজীপুর কোনাবাড়ীতে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধষর্ণ করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ভিকটিম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠিয়েছে। গ্রেফতার তানভির হোসেন কোনাবাড়ী আমবাগ এলাকার আ. সালাম মিয়ার ছেলে।
মামলার বাদী জানান, ঝুট ব্যবসায়ী তানভীর হোসেনের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করলে আদালতে একটি মামলা করেন। তালাকের প্রায় এক বছর পর তার ভাড়া বাসায় গিয়ে আবারও বিয়ের আশ্বাস দিয়ে তানভীর শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে ভয় দেখায়। বৃহস্পতিবার অভিযুক্ত তানভির হোসেন ভিকটিমের বাসায় গিয়ে ভয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘটনার সত্যতা স্বীকার করায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।