আলিয়ঁস ফ্রঁসেজে ‘দাঁড়াও ঢাকা’ প্রদর্শনী
বশীর আহমেদ সুজনের আলোকচিত্র নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘দাঁড়াও, ঢাকা’ শীর্ষক প্রদর্শনী। ঢাকার রাস্তায় ২০০৬ থেকে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তোলা বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনীটি। পাশাপাশি করোনাকালের কিছু ছবিও প্রদর্শনীর অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুনিয়াদারি আর্কাইভের আয়োজনে শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন। আরও উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও স্থপতি নুরুর রহমান খান।
প্রদর্শিত আলোকচিত্রগুলো নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাঁড়াও, ঢাকা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রদর্শনীর ধরন ও আলোকচিত্রের বইয়ের গঠনে অভিনবত্ব নিয়ে এসেছে ‘দাঁড়াও, ঢাকা’। দেশের আলোকচিত্রের ইতিহাসে এটি প্রথমবারের মতো প্যানোরমিক আলোকচিত্রের প্রদর্শনী। গ্যালারিতে আলোকচিত্রের প্রদর্শনেও রয়েছে নতুনত্ব। গ্যালারির দেয়ালে ছবি ঝোলানোর প্রক্রিয়া থেকে সরে এসে বিশেষভাবে তৈরি করা কাঠামোতে মানবসমান উঁচু প্রিন্টে এমনভাবে প্রদর্শনীটি সাজানো হয়েছে, দেখে মনে হবে শহরের দালানকোঠা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। লা গ্যালারি রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি শেষ হবে ২১ মে শনিবার।
‘শিখণ্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন শুরু : হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ নিয়ে ‘শিখণ্ডী কথা’ নাটকের তিন দিনের প্রদর্শনীর আয়োজন করেছে মহাকাল নাট্যসম্প্রদায়। শুক্রবার নাটকসরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে তিন দিনের প্রদর্শনীর প্রথম দিনের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এটি ছিল নাটকটির ১৭৯তম মঞ্চায়ন। আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন রশীদ হারুন।
ছোট্ট ভ্রূণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্মগ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। তার নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সমস্ত স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে। এই লিঙ্গবৈষম্য মানুষের সুখ দুঃখ নিয়েই বিন্যাস্ত হয়েছে ‘শিখণ্ডী কথা’ নাটকের কাহিনি।
আজ একই সময়ে একই মঞ্চে অনুষ্ঠিত হবে নাটকটির ১৮০তম মঞ্চায়ন আর কাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ‘শিখণ্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আলিয়ঁস ফ্রঁসেজে ‘দাঁড়াও ঢাকা’ প্রদর্শনী
বশীর আহমেদ সুজনের আলোকচিত্র নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘দাঁড়াও, ঢাকা’ শীর্ষক প্রদর্শনী। ঢাকার রাস্তায় ২০০৬ থেকে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তোলা বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনীটি। পাশাপাশি করোনাকালের কিছু ছবিও প্রদর্শনীর অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুনিয়াদারি আর্কাইভের আয়োজনে শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন। আরও উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও স্থপতি নুরুর রহমান খান।
প্রদর্শিত আলোকচিত্রগুলো নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাঁড়াও, ঢাকা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রদর্শনীর ধরন ও আলোকচিত্রের বইয়ের গঠনে অভিনবত্ব নিয়ে এসেছে ‘দাঁড়াও, ঢাকা’। দেশের আলোকচিত্রের ইতিহাসে এটি প্রথমবারের মতো প্যানোরমিক আলোকচিত্রের প্রদর্শনী। গ্যালারিতে আলোকচিত্রের প্রদর্শনেও রয়েছে নতুনত্ব। গ্যালারির দেয়ালে ছবি ঝোলানোর প্রক্রিয়া থেকে সরে এসে বিশেষভাবে তৈরি করা কাঠামোতে মানবসমান উঁচু প্রিন্টে এমনভাবে প্রদর্শনীটি সাজানো হয়েছে, দেখে মনে হবে শহরের দালানকোঠা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। লা গ্যালারি রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি শেষ হবে ২১ মে শনিবার।
‘শিখণ্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন শুরু : হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ নিয়ে ‘শিখণ্ডী কথা’ নাটকের তিন দিনের প্রদর্শনীর আয়োজন করেছে মহাকাল নাট্যসম্প্রদায়। শুক্রবার নাটকসরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে তিন দিনের প্রদর্শনীর প্রথম দিনের মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এটি ছিল নাটকটির ১৭৯তম মঞ্চায়ন। আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন রশীদ হারুন।
ছোট্ট ভ্রূণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্মগ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। তার নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সমস্ত স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে। এই লিঙ্গবৈষম্য মানুষের সুখ দুঃখ নিয়েই বিন্যাস্ত হয়েছে ‘শিখণ্ডী কথা’ নাটকের কাহিনি।
আজ একই সময়ে একই মঞ্চে অনুষ্ঠিত হবে নাটকটির ১৮০তম মঞ্চায়ন আর কাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৮১তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ‘শিখণ্ডী কথা’র তিন দিনের মঞ্চায়ন।