পদ্মা সেতুতে বাতি জ্বলবে ১ জুন
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর সড়কপথের সর্বশেষ কাজ রোড মার্কিং। বুধবার বিকালে সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর খুঁটি থেকে এই রোড মার্কিং শুরু হয়। ২৯ এপ্রিল মূল সেতুতে কার্পেটিংয়ের পর ২২ মে’র মধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তে সড়কের কার্পেটিং শেষ করতে চলছে তোড়জোড়। পয়লা জুন সেতু পুরোপুরি আলোকিত করার লক্ষে ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু শত বছর টেকসই করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকশার সবই বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিশ্বব্যাংক সরে গেলেও প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় পদ্মা সেতুর মূল কাজ শুরু হয় ২০১৫ সালের ১২ ডিসেম্বর। সেতুর মাওয়া প্রান্তে সাউথ ভায়াডাক্টের সাড়ে ৭শ মিটার এলাকায় লেভেলিং কোড দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্তে নর্থ ভায়াডাক্টের বাকি ২শ মিটারের কার্পেটিংয়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পদ্মা সেতুতে বাতি জ্বলবে ১ জুন
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর সড়কপথের সর্বশেষ কাজ রোড মার্কিং। বুধবার বিকালে সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর খুঁটি থেকে এই রোড মার্কিং শুরু হয়। ২৯ এপ্রিল মূল সেতুতে কার্পেটিংয়ের পর ২২ মে’র মধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তে সড়কের কার্পেটিং শেষ করতে চলছে তোড়জোড়। পয়লা জুন সেতু পুরোপুরি আলোকিত করার লক্ষে ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু শত বছর টেকসই করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকশার সবই বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিশ্বব্যাংক সরে গেলেও প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় পদ্মা সেতুর মূল কাজ শুরু হয় ২০১৫ সালের ১২ ডিসেম্বর। সেতুর মাওয়া প্রান্তে সাউথ ভায়াডাক্টের সাড়ে ৭শ মিটার এলাকায় লেভেলিং কোড দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্তে নর্থ ভায়াডাক্টের বাকি ২শ মিটারের কার্পেটিংয়ের প্রস্তুতি চলছে।