স্বামীর সঙ্গে অভিমান করে ভিডিও কল দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খাদিজা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খাদিজা আরিয়াব এলাকার আজহার আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে রাজশাহীর জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হয় খাদিজার। এরপর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন খাদিজা। আসার পর থেকে স্বামী তার কোনো খোঁজখবর নেয়নি। এ অভিমানে শনিবার দুপুরে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর তার স্বামী পরিবারের কাছে গলায় ফাঁস লাগানোর বিষয়টি জানায়। তারা দ্রুত ঘরের দরজা ভেঙে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বামীর সঙ্গে অভিমান করে ভিডিও কল দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খাদিজা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খাদিজা আরিয়াব এলাকার আজহার আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে রাজশাহীর জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হয় খাদিজার। এরপর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন খাদিজা। আসার পর থেকে স্বামী তার কোনো খোঁজখবর নেয়নি। এ অভিমানে শনিবার দুপুরে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর তার স্বামী পরিবারের কাছে গলায় ফাঁস লাগানোর বিষয়টি জানায়। তারা দ্রুত ঘরের দরজা ভেঙে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।