বন্যা দুর্গতদের সাহায্যে আসামে ট্রেন
অসামে বন্যা দুর্গতদের সাহায্যে এবার বিশেষ ট্রেন চালাতে শুরু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ ট্রেন চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে হোজাই জেলা কর্তৃপক্ষের সাহায্য নিয়ে, লামডিং ডিভিশনে সম্প্রতি বন্যা আক্রান্ত মানুষদের ত্রাণ ও উদ্ধারের জন্যে স্পেশাল ট্রেন চালিয়েছে। দুর্গত মানুষের জন্য খাদ্য ও অত্যাবশ্যকীয় সামগ্রী বহনকারী তিনটি কামরার এ বন্যা ত্রাণ ট্রেনটি হোজাই থেকে যমুনামুখ পর্যন্ত চলাচল করছে। নিউজ এইটিন বাংলা। ইতোমধ্যেই প্রায় এক হাজার মানুষকে খাদ্য ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। ট্রেনের মধ্যে থাকা উদ্ধারকারী দলের সদস্যরা পাশাপাশি বিভিন্ন গ্রামের দুর্গত মানুষকে উদ্ধার করেছেন। যাত্রীদের সুবিধার জন্য একাধিক হেল্পলাইন সেন্টার চালু করেছে রেল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্যা দুর্গতদের সাহায্যে আসামে ট্রেন
অসামে বন্যা দুর্গতদের সাহায্যে এবার বিশেষ ট্রেন চালাতে শুরু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ ট্রেন চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে হোজাই জেলা কর্তৃপক্ষের সাহায্য নিয়ে, লামডিং ডিভিশনে সম্প্রতি বন্যা আক্রান্ত মানুষদের ত্রাণ ও উদ্ধারের জন্যে স্পেশাল ট্রেন চালিয়েছে। দুর্গত মানুষের জন্য খাদ্য ও অত্যাবশ্যকীয় সামগ্রী বহনকারী তিনটি কামরার এ বন্যা ত্রাণ ট্রেনটি হোজাই থেকে যমুনামুখ পর্যন্ত চলাচল করছে। নিউজ এইটিন বাংলা। ইতোমধ্যেই প্রায় এক হাজার মানুষকে খাদ্য ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। ট্রেনের মধ্যে থাকা উদ্ধারকারী দলের সদস্যরা পাশাপাশি বিভিন্ন গ্রামের দুর্গত মানুষকে উদ্ধার করেছেন। যাত্রীদের সুবিধার জন্য একাধিক হেল্পলাইন সেন্টার চালু করেছে রেল।