চাল আমদানির শুল্ক কমল
বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চাল আমদানির শুল্ক কমানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ২৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে চাল আমদানিতে ৬২ দশমিক ৫০ শতাংশ শুল্ক-কর ছিল। এটি কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
জানা গেছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে চলতি মাসের প্রথম সপ্তাহে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই শুল্ক কমিয়ে ননবাসমতি সিদ্ধ ও ননসেন্টেড আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। ৭ জুন প্রধানমন্ত্রী চাল আমদানির শুল্ক কমানোর সার-সংক্ষেপে অনুমোদন দেওয়ার পর বুধবার এনবিআর প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার-সংক্ষেপে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা মজুদ গড়ে তোলা ও কৃষকদের উৎসাহ মূল্য দিতে চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৬ জুন পর্যন্ত ৪৬ হাজার ১১৪ টন ধান ও দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টন চাল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১১ লাখ ৭৫ হাজার ৫৮০ টন চাল ও এক লাখ ৪৩ হাজার ৭৩৮ টন গমসহ মোট ১৩ লাখ ৪৮ হাজার ৪০৭ টন খাদ্যশস্য মজুত আছে।
এতে আরও বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারত গম রপ্তানি বন্ধ ঘোষণার কারণে গমের মূল্যবৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারিভাবে গমের আমদানি বহুলাংশে হ্রাস পেয়েছে। ফলে দেশের বাজারে আটার দাম বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ধানের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বোরো পরবর্তী চালের মূল্য আরও অস্থিতিশীল হবার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চালের বাজার স্থিতিশীল রেখে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার করে বেসরকারি পর্যায়ে সীমিত সময়ের জন্য উৎসাহিত করা সমীচীন হবে। এতে একদিকে যেমন দেশের বাজারে চালের দাম হ্রাস পাবে, অন্যদিকে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাল আমদানির শুল্ক কমল
বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চাল আমদানির শুল্ক কমানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ২৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে চাল আমদানিতে ৬২ দশমিক ৫০ শতাংশ শুল্ক-কর ছিল। এটি কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
জানা গেছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে চলতি মাসের প্রথম সপ্তাহে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই শুল্ক কমিয়ে ননবাসমতি সিদ্ধ ও ননসেন্টেড আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। ৭ জুন প্রধানমন্ত্রী চাল আমদানির শুল্ক কমানোর সার-সংক্ষেপে অনুমোদন দেওয়ার পর বুধবার এনবিআর প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার-সংক্ষেপে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা মজুদ গড়ে তোলা ও কৃষকদের উৎসাহ মূল্য দিতে চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৬ জুন পর্যন্ত ৪৬ হাজার ১১৪ টন ধান ও দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টন চাল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১১ লাখ ৭৫ হাজার ৫৮০ টন চাল ও এক লাখ ৪৩ হাজার ৭৩৮ টন গমসহ মোট ১৩ লাখ ৪৮ হাজার ৪০৭ টন খাদ্যশস্য মজুত আছে।
এতে আরও বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারত গম রপ্তানি বন্ধ ঘোষণার কারণে গমের মূল্যবৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারিভাবে গমের আমদানি বহুলাংশে হ্রাস পেয়েছে। ফলে দেশের বাজারে আটার দাম বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ধানের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বোরো পরবর্তী চালের মূল্য আরও অস্থিতিশীল হবার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চালের বাজার স্থিতিশীল রেখে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার করে বেসরকারি পর্যায়ে সীমিত সময়ের জন্য উৎসাহিত করা সমীচীন হবে। এতে একদিকে যেমন দেশের বাজারে চালের দাম হ্রাস পাবে, অন্যদিকে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে না।