সুনামগঞ্জে দুর্গম অঞ্চলে ত্রাণ দিল বিজিবি
যুগান্তর প্রতিবেদন
২৪ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জের দুর্গম সীমান্তবর্তী অঞ্চলে বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি সদর দপ্তর থেকে হেলিকপ্টারে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী টেকেরহাট ও চাঁনপুর এলাকার বন্যাদুর্গত এক হাজার পরিবারের প্রায় ৫ হাজার জন অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১০০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার ২০০টি অসহায় পরিবার; বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকার বন্যাদুর্গত ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপশাখা ধরলা নদীর পার সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুনামগঞ্জে দুর্গম অঞ্চলে ত্রাণ দিল বিজিবি
সুনামগঞ্জের দুর্গম সীমান্তবর্তী অঞ্চলে বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি সদর দপ্তর থেকে হেলিকপ্টারে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তাহিরপুর উপজেলার দুর্গম সীমান্তবর্তী টেকেরহাট ও চাঁনপুর এলাকার বন্যাদুর্গত এক হাজার পরিবারের প্রায় ৫ হাজার জন অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে টেকেরহাট এলাকায় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের আশপাশে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ২০০ প্যাকেট রান্না করা খাবার এবং ১০০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সিলেট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার ২০০টি অসহায় পরিবার; বিয়ানীবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তবর্তী নয়াগ্রাম এলাকার বন্যাদুর্গত ৩০টি পরিবার এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), কুড়িগ্রাম উপশাখা ধরলা নদীর পার সংলগ্ন বন্যাকবলিত ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।