আড়াইহাজারে অটোচালকের ঝুলন্ত লাশ
আড়াইহাজারে মোশাররফ হোসেন (২৮) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী চালকচর এলাকায় একটি আম গাছ থেকে বুধবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের স্বজনদের দাবি তিনি পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের চলারচক গ্রামের মৃত মালেকের ছেলে মোশারফ হোসেন পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে গ্রামবাসী ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আড়াইহাজারে অটোচালকের ঝুলন্ত লাশ
আড়াইহাজারে মোশাররফ হোসেন (২৮) নামের এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী চালকচর এলাকায় একটি আম গাছ থেকে বুধবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের স্বজনদের দাবি তিনি পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের চলারচক গ্রামের মৃত মালেকের ছেলে মোশারফ হোসেন পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে গ্রামবাসী ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।