পল্লি বিদ্যুৎকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
যুগান্তর প্রতিবেদন
৩০ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পল্লি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার ঋণ চুক্তি ও ক্লিন টেকনোলজি ফান্ডের জন্য দেড় কোটি ডলারের একটি অনুদান স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন এই চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) কর্মসূচি বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এ কর্মসূচিটি চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ ঋণটি বিশ্বব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটিজের আওতায় দেওয়া হচ্ছে। এর সুদের হার ৬ মাস লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট) প্লাস, সার্ভিস চার্জ শূন্য দশমিক ২৫ শতাংশ ও কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ২৫ শতাংশ। এ ঋণটি ৫ বছরের রেয়াতকালসহ ৩৫ বছরে শোধ করতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পল্লি বিদ্যুৎকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
পল্লি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার ঋণ চুক্তি ও ক্লিন টেকনোলজি ফান্ডের জন্য দেড় কোটি ডলারের একটি অনুদান স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন এই চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) কর্মসূচি বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এ কর্মসূচিটি চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ ঋণটি বিশ্বব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটিজের আওতায় দেওয়া হচ্ছে। এর সুদের হার ৬ মাস লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট) প্লাস, সার্ভিস চার্জ শূন্য দশমিক ২৫ শতাংশ ও কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ২৫ শতাংশ। এ ঋণটি ৫ বছরের রেয়াতকালসহ ৩৫ বছরে শোধ করতে হবে।