সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে: হাসান সরকার

 গাজীপুর প্রতিনিধি 
১৭ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের বর্তমান সংকট অবৈধ সরকারের লাগামহীন দুর্নীতির ফসল। কিন্তু দুর্নীতিবাজ সরকার এ সংকটের জন্য মিথ্যা বৈশ্বিক অজুহাত টেনে এনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এই সংকট থেকে দেশকে উদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় বেগম জিয়ার অভিজ্ঞতা রয়েছে। তাকে মুক্তি দিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলে তার সুযোগ্য নেতৃত্বে দেশ চলমান সংকট থেকে রক্ষা পাবে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সোহরাব উদ্দিনের সঞ্চালনায় নগরীর রাজবাড়ি রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা ডক্টর শহীদউজ্জামান, আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সৈয়দ আখতারুজ্জামান, মাহবুবুল আলম শুক্কুর, অ্যাডভোকেট আব্দুল সালাম, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, আব্দুর রহিম খান কালা, শাহাদাত হোসেন শাহিন, তাজুল ইসলাম বেপারী, সাইফুল ইসলাম টুটুল, শেখ মো. আলেক, আনোয়ারা বেগম, অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খাদিজা আক্তার বিনা, খোকন বিশ্বাস, শরীফ আজাদ, আমিনুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন লিটন, নুরুল ইসলাম দিপু, হাবিবুর রহমান আজাদ, আতিকুল্লাহ মিন্টু, হাজী স্বপন প্রমুখ।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন