সোনারগাঁয়ে পরকীয়ার জের

দলিল লেখককে হত্যা, স্ত্রী আটক

 যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পরকীয়ার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মো. মোশারফ হোসেন ভূঁইয়া নামের এক দলিল লেখককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। রোববার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মোশারফের স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন তিন-চারজন ডাকাত শনিবার রাত ২টার দিকে তার বাড়িতে ঢুকে। এ সময় ডাকাতদল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোশারফকে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন