ডলার অর্থায়নে সুদহার বাড়ল

 যুগান্তর প্রতিবেদন 
২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ বেশি সুদ পাবে। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

নির্দেশনা অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রপ্তানি অর্থায়নের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদহার নির্ধারণ করতে হবে। বেঞ্চমার্ক রেট বলতে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর), ইউএস ডলারের বেঞ্চমার্ক রেট এসওএফআর, ইউরোর বেঞ্চমার্ক রেট ইউরোবরের মতো দরকে বোঝায়। এর আগে ১৬ আগস্ট সুদহার কমানো হয়েছিল। তখন বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে এ হার নির্ধারণ করা হয়। যা বুধবার পর্যন্ত বহাল ছিল। এখন এটি দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট গড় ২ দশমিক ৪০ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রপ্তানির সময় অর্থায়নে এ রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ যোগ হবে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন