পূজামণ্ডপ পাহারা দেবে জাতীয় পার্টি: বাবলা

 যুগান্তর প্রতিবেদন 
০২ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, এবার শারদীয় দুর্গোৎসবে যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রহরী হয়ে পাহারা দেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতোমধ্যে দলের সব নেতাকর্মীকে এ নির্দেশনা দিয়েছেন।

শনিবার সকালে নিজ নির্বাচনি এলাকায় সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সংসদ-সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা শ্যামপুর কদমতলীর প্রতিটি মন্দিরে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেন। এ ছাড়া ৫০০ হিন্দু নারীকে শাড়ি উপহার দেন।

বিশ্ব হিন্দু পরিষদ ঢাকা মহানগরের সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার, আওয়ামী লীগ নেতা নুর হোসেন, জাতীয় পার্টির কদমতলী থানার সভাপতি শামসুজ্জামান কাজল, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাথী আক্তার, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম, হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব ডি কে সমীর, জাতীয় পার্টির ৫২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. স্বাধীন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন