পুলিশ হেফাজত থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 যুগান্তর প্রতিবেদন 
০২ অক্টোবর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পুলিশ হেফাজত থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল হক ওরফে ভুলুকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার সাভারের হেমায়েতপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বিষয়টি জানান।

তিনি বলেন, গ্রেফতার মোজাম্মেল হক ঢাকার আশুলিয়ার একটি মামলার আসামি হয়ে ঠাকুরগাঁও জেলা কারাগারে ছিলেন। ২৬ জুন তাকে সেখান থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে বগুড়ার শাহজাহানপুরের রহিমাবাদ বি ব্লক এলাকায় রাত পৌনে ৩টায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরে মোজাম্মেলের বিরুদ্ধে বগুড়ার শাহজাহানপুর থানায় মামলা করা হয়।

এটিইউ জানায়, গ্রেফতার মোজাম্মেলের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় ২০২০ সালের ১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মোজাম্মেলের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন