কিশোরগঞ্জে নিখোঁজ, ৬ বছর পর কালীগঞ্জে উদ্ধার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নাজমা বেগমকে (৪৫) ৬ বছর পর গাজীপুরের কালীগঞ্জে সন্ধান মিলেছে। ৬ বছরে আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী নাজমা বেগম নিখোঁজ হন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি যুক্ত হারানো বিজ্ঞপ্তি দেখে তার সন্ধান পান স্বজনরা কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের রয়েন গ্রামের গিয়াসউদ্দিন ভুইয়ার বাড়িতে। এ ব্যাপারে গিয়াসউদ্দিন ভুইয়া বলেন, দুই মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে আমার বাড়িতে আশ্রয় দিই। পরে এলাকার বিভিন্ন লোকের ফেসবুকে তার ছবি পোস্ট করে। বুধবার বিকালে তার ছেলে প্রদীপ আমাকে ফোন দিয়ে তার মা-র বলে নিশ্চিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসে তার মাকে নিয়ে যায়। নিখোঁজের বড় ছেলে প্রদীপ জানান, আমার মা দীর্ঘ ১০-১২ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন। ইতিপূর্বেও একাধিকবার হারিয়ে গেলেও তাকে খুঁজে পেয়েছি। কিন্তু ৬ বছরে পূর্বে আবার তিনি হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। অবশেষে বন্ধুরা ফেসবুকে আমার মার ছবি দেখে আমাকে আবগত করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিশোরগঞ্জে নিখোঁজ, ৬ বছর পর কালীগঞ্জে উদ্ধার
কিশোরগঞ্জ নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নাজমা বেগমকে (৪৫) ৬ বছর পর গাজীপুরের কালীগঞ্জে সন্ধান মিলেছে। ৬ বছরে আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী নাজমা বেগম নিখোঁজ হন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি যুক্ত হারানো বিজ্ঞপ্তি দেখে তার সন্ধান পান স্বজনরা কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের রয়েন গ্রামের গিয়াসউদ্দিন ভুইয়ার বাড়িতে। এ ব্যাপারে গিয়াসউদ্দিন ভুইয়া বলেন, দুই মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে আমার বাড়িতে আশ্রয় দিই। পরে এলাকার বিভিন্ন লোকের ফেসবুকে তার ছবি পোস্ট করে। বুধবার বিকালে তার ছেলে প্রদীপ আমাকে ফোন দিয়ে তার মা-র বলে নিশ্চিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এসে তার মাকে নিয়ে যায়। নিখোঁজের বড় ছেলে প্রদীপ জানান, আমার মা দীর্ঘ ১০-১২ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন। ইতিপূর্বেও একাধিকবার হারিয়ে গেলেও তাকে খুঁজে পেয়েছি। কিন্তু ৬ বছরে পূর্বে আবার তিনি হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। অবশেষে বন্ধুরা ফেসবুকে আমার মার ছবি দেখে আমাকে আবগত করে।