নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে র‌্যালি

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
০২ ডিসেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানে নিরাপদ সড়ক চাই জাতীয় সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কমিটি রূপগঞ্জে আনন্দ র‌্যালি, মানববন্ধন ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া। অনুষ্ঠানে জেলা কমিটির সহসভাপতি গোলাম সাদেকের সভাপতিত্ব করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন