ঢাকায় ওএমএসে চাল আটা বিক্রি জোরদার
ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম জোরদার করেছে সরকার। আগে ঢাকায় ৫০টি ট্রাকে করে খোলাবাজারে চাল ও আটা বিক্রি করা হতো। ১১ ডিসেম্বর থেকে ২০টি ট্রাক বাড়িয়ে মোট ৭০টি ট্রাকে চাল ও আটা বিক্রি করবে সরকার।
রোববার খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, প্রতিটি ট্রাকে ২ মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে। সপ্তাহে পাঁচ দিন ওএমএস কার্যক্রম চলবে। গত ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা আটার দাম ১৮ থেকে ৬ টাকা বাড়িয়ে ২৪ টাকা নির্ধারণ করে সরকার। ওইদিন প্রতি দুই কেজির প্যাকেটের আটার দাম নির্ধারণ করা হয় ৫৫ টাকা। যা আগে বিক্রি হতো ৪৩ টাকায়। বর্তমানে বাজারে এক কেজি খোলা আটার দাম ৬০ থেকে ৬২ টাকা। প্যাকেট আটা প্রতি কেজি ৬২ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশের সব বিভাগীয় শহর ও শিল্পনগরীগুলোতেও ওএমএস কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন ওএমএসে ৮৯১ মেট্রিক টন আটা বিক্রি হবে। মাসে বিক্রি হবে ১৯ হাজার ৬০২ মেট্রিক টন। চাল বিক্রি হবে ২ হাজার ৭৬৪ মেট্রিক টন। প্রতি মাসে বিক্রি হবে ৬০ হাজার ৮০৮ মেট্রিক টন। প্রতি মাসে সর্বোচ্চ ২২ দিন ওএমএস কার্যক্রম চলবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকায় ওএমএসে চাল আটা বিক্রি জোরদার
ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগরীতে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম জোরদার করেছে সরকার। আগে ঢাকায় ৫০টি ট্রাকে করে খোলাবাজারে চাল ও আটা বিক্রি করা হতো। ১১ ডিসেম্বর থেকে ২০টি ট্রাক বাড়িয়ে মোট ৭০টি ট্রাকে চাল ও আটা বিক্রি করবে সরকার।
রোববার খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, প্রতিটি ট্রাকে ২ মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে। সপ্তাহে পাঁচ দিন ওএমএস কার্যক্রম চলবে। গত ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা আটার দাম ১৮ থেকে ৬ টাকা বাড়িয়ে ২৪ টাকা নির্ধারণ করে সরকার। ওইদিন প্রতি দুই কেজির প্যাকেটের আটার দাম নির্ধারণ করা হয় ৫৫ টাকা। যা আগে বিক্রি হতো ৪৩ টাকায়। বর্তমানে বাজারে এক কেজি খোলা আটার দাম ৬০ থেকে ৬২ টাকা। প্যাকেট আটা প্রতি কেজি ৬২ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশের সব বিভাগীয় শহর ও শিল্পনগরীগুলোতেও ওএমএস কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন ওএমএসে ৮৯১ মেট্রিক টন আটা বিক্রি হবে। মাসে বিক্রি হবে ১৯ হাজার ৬০২ মেট্রিক টন। চাল বিক্রি হবে ২ হাজার ৭৬৪ মেট্রিক টন। প্রতি মাসে বিক্রি হবে ৬০ হাজার ৮০৮ মেট্রিক টন। প্রতি মাসে সর্বোচ্চ ২২ দিন ওএমএস কার্যক্রম চলবে।