সোনারগাঁয়ে প্রসূতির একসঙ্গে ৩ ছেলের জন্ম
যুগান্তর প্রতিবেদন সোনারগাঁ
০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মনিষা মেহজাবিন একসঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। রোববার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সাইবা আক্তারের তত্ত্বাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন। তাদের পরিবারে ১০ বছর বয়সি আরও এক পুত্র সন্তান রয়েছে।
মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন বেসরকারি চাকরিজীবী।
মনিষার চিকিৎসক সাইবা আক্তার জানান, রোববার রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এ দম্পতি আগে থেকেই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তিন শিশু জন্ম নেওয়ার বিষয়টি জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় এ দম্পতি ও তাদের স্বজনরা অনেক খুশি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোনারগাঁয়ে প্রসূতির একসঙ্গে ৩ ছেলের জন্ম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মনিষা মেহজাবিন একসঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। রোববার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সাইবা আক্তারের তত্ত্বাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন। তাদের পরিবারে ১০ বছর বয়সি আরও এক পুত্র সন্তান রয়েছে।
মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন বেসরকারি চাকরিজীবী।
মনিষার চিকিৎসক সাইবা আক্তার জানান, রোববার রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এ দম্পতি আগে থেকেই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তিন শিশু জন্ম নেওয়ার বিষয়টি জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় এ দম্পতি ও তাদের স্বজনরা অনেক খুশি।