বন্দরে দুই ট্রলার ভর্তি চোরাই ফার্নেস অয়েল জব্দ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বন্দরে চোরাই ফার্নেস অয়েল বিক্রির সময় সিফাত প্রধান নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সাদ্দাম, শফিকুল ও আশ্রাফসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন। পরে ফার্নেস তেলভর্তি দুটি ইঞ্জিনচালিত ট্রলার (নৌকা) জব্দ করে ডিবি। সোমবার ভোর ৫টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই তেল জব্দসহ সিফাত প্রধানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার শরীফ আলীর ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ বাদী হয়ে সিফাত প্রধানসহ ৩ জনের নাম উল্লেখ করে ও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় এ মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্দরে দুই ট্রলার ভর্তি চোরাই ফার্নেস অয়েল জব্দ
বন্দরে চোরাই ফার্নেস অয়েল বিক্রির সময় সিফাত প্রধান নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সাদ্দাম, শফিকুল ও আশ্রাফসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন। পরে ফার্নেস তেলভর্তি দুটি ইঞ্জিনচালিত ট্রলার (নৌকা) জব্দ করে ডিবি। সোমবার ভোর ৫টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই তেল জব্দসহ সিফাত প্রধানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার শরীফ আলীর ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ বাদী হয়ে সিফাত প্রধানসহ ৩ জনের নাম উল্লেখ করে ও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় এ মামলা করেন।