কালিয়াকৈরে পাঁচ ইটভাটায় উচ্ছেদ অভিযান
২৪ লাখ টাকা জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈরের দারিয়াপুর এলাকায় বুধবার ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান করে পরিবেশ অধিদপ্তর। ৫টি ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দুই ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলে অসাধু কিছু ব্যবসায়ী। উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগ অবৈধ। দারিয়াপুর এলাকার ওই অভিযানে লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকস (কেবিএম) কে ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকস (কেএমবি) কে ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা। সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর উপপরিচালক নয়ন মিয়া বলেন, অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালিয়াকৈরে পাঁচ ইটভাটায় উচ্ছেদ অভিযান
২৪ লাখ টাকা জরিমানা
কালিয়াকৈরের দারিয়াপুর এলাকায় বুধবার ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান করে পরিবেশ অধিদপ্তর। ৫টি ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দুই ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলে অসাধু কিছু ব্যবসায়ী। উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগ অবৈধ। দারিয়াপুর এলাকার ওই অভিযানে লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকস (কেবিএম) কে ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকস (কেএমবি) কে ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা। সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর উপপরিচালক নয়ন মিয়া বলেন, অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।