একদিনে ৩২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১
যুগান্তর প্রতিবেদন
০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশে এক দিন মৃত্যুহীন যাওয়ার পর সবশেষ ২৪ ঘণ্টায় একজন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩২ রোগী। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৭১৭ জন হয়েছে। পাশাপাশি নতুন করে একজনের মৃত্যুতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৩২ জন রোগী শনাক্ত হয়। এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়। যে ব্যক্তি মারা গেছেন, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ্ব ওই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একদিনে ৩২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১
দেশে এক দিন মৃত্যুহীন যাওয়ার পর সবশেষ ২৪ ঘণ্টায় একজন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩২ রোগী। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৭১৭ জন হয়েছে। পাশাপাশি নতুন করে একজনের মৃত্যুতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৩২ জন রোগী শনাক্ত হয়। এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়। যে ব্যক্তি মারা গেছেন, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ্ব ওই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।