আ.লীগ কচুপাতার পানি নয়, যে ঝাঁকি দিলেই পড়ে যাবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, যারা অল্পসংখ্যক পুলিশের ধাওয়াতেই মাঠে টিকতে পারে না, তারা আবার আওয়ামী লীগকে হুমকি দেয়। আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে ঝাঁকি দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে বিএনপির নেতাকর্মীরা তাদের পায়ের তলে পড়ে পিষ্ট হয়ে মারা যাবে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকিরচালা-কামারচালা (জিসি) সড়কের উদ্বোধন উপলক্ষ্যে এসব কথা বলেন।
মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার সড়কের মোড়ে আয়োজিত সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ.লীগ কচুপাতার পানি নয়, যে ঝাঁকি দিলেই পড়ে যাবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, যারা অল্পসংখ্যক পুলিশের ধাওয়াতেই মাঠে টিকতে পারে না, তারা আবার আওয়ামী লীগকে হুমকি দেয়। আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে ঝাঁকি দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে বিএনপির নেতাকর্মীরা তাদের পায়ের তলে পড়ে পিষ্ট হয়ে মারা যাবে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকিরচালা-কামারচালা (জিসি) সড়কের উদ্বোধন উপলক্ষ্যে এসব কথা বলেন।
মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার সড়কের মোড়ে আয়োজিত সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রমুখ।