সিলেটে ফুটেজে খোঁজা হচ্ছে উদ্ধার শতাধিক গুলির রহস্য
সিলেট ব্যুরো
০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেটে উদ্ধার হওয়া শতাধিক রাউন্ড তাজা গুলির রহস্য খোঁজা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক সাতজনের ব্যাপারে বিস্তারিত তথ্য নেয় পুলিশ। খতিয়ে দেখা হয় মোবাইল কললিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি। এতে উদ্ধার করা গুলির সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য না পাওয়ায় এখন বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন তথ্য দিয়েছেন গুলির রহস্য উদঘাটনে নিয়োজিত পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা।
সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, আটক চালক ও তার সহকারীসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ করে ছেড়ে দেওয়া হয়েছে। খোঁজা হচ্ছে গুলির চালানের রহস্য। তদন্তে নিয়োজিতদের ধারণা, তামাবিল সীমান্ত থেকে বাসটি সিলেটের উদ্দেশে আসার সময় কোনো না কোনো স্ট্যান্ডে গুলির এ চালানটি তোলা হতে পারে। যেসব স্ট্যান্ডে সিসি ক্যামেরা আছে সেখান থেকে ফুটেজ সংগ্রহ চলছে। এসব ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার বিকালে বটেশ্বর এলাকায় বাসটি তল্লাশি করে শটগানের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার ও বাসটি জব্দ করে শাহপরান থানা পুলিশ। গুলির চালান কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং মালিক কে-এসব তথ্য এখনো উদঘাটন হয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে ফুটেজে খোঁজা হচ্ছে উদ্ধার শতাধিক গুলির রহস্য
সিলেটে উদ্ধার হওয়া শতাধিক রাউন্ড তাজা গুলির রহস্য খোঁজা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক সাতজনের ব্যাপারে বিস্তারিত তথ্য নেয় পুলিশ। খতিয়ে দেখা হয় মোবাইল কললিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি। এতে উদ্ধার করা গুলির সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য না পাওয়ায় এখন বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন তথ্য দিয়েছেন গুলির রহস্য উদঘাটনে নিয়োজিত পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা।
সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, আটক চালক ও তার সহকারীসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ করে ছেড়ে দেওয়া হয়েছে। খোঁজা হচ্ছে গুলির চালানের রহস্য। তদন্তে নিয়োজিতদের ধারণা, তামাবিল সীমান্ত থেকে বাসটি সিলেটের উদ্দেশে আসার সময় কোনো না কোনো স্ট্যান্ডে গুলির এ চালানটি তোলা হতে পারে। যেসব স্ট্যান্ডে সিসি ক্যামেরা আছে সেখান থেকে ফুটেজ সংগ্রহ চলছে। এসব ফুটেজে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার বিকালে বটেশ্বর এলাকায় বাসটি তল্লাশি করে শটগানের ১০৫ রাউন্ড গুলি উদ্ধার ও বাসটি জব্দ করে শাহপরান থানা পুলিশ। গুলির চালান কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং মালিক কে-এসব তথ্য এখনো উদঘাটন হয়নি।