হাজার কোটি টাকা বিদেশে পাচারচক্রের ৯ সদস্য গ্রেফতার
অনলাইনে জুয়া
গাজীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অনলাইনে জুয়া খেলে হুন্ডির মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগে নয় যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। সদর থানা পুলিশ বুধবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাসির মৃধা, মো. মারুফ হাসান, মো. জাহিদুল ইসলাম ওরফে রসুল, মো. আশিকুর রহমান আশিক, মো. কাউসার হোসেন, মো. রুবেল হোসেন, মো. আশিকুল হক, মো. আকরাম হোসেন রিপন ও মো. মুরাদ হাসান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জিয়াউল হক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, মোহাম্মদ ইলতুৎমিশ, মো. হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনলাইনে জুয়া
হাজার কোটি টাকা বিদেশে পাচারচক্রের ৯ সদস্য গ্রেফতার
অনলাইনে জুয়া খেলে হুন্ডির মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগে নয় যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। সদর থানা পুলিশ বুধবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাসির মৃধা, মো. মারুফ হাসান, মো. জাহিদুল ইসলাম ওরফে রসুল, মো. আশিকুর রহমান আশিক, মো. কাউসার হোসেন, মো. রুবেল হোসেন, মো. আশিকুল হক, মো. আকরাম হোসেন রিপন ও মো. মুরাদ হাসান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জিয়াউল হক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, মোহাম্মদ ইলতুৎমিশ, মো. হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।