চট্টগ্রামে পাহাড় পরিদর্শনে গিয়ে বাধার মুখে রিজওয়ানা হাসান
চট্টগ্রাম ব্যুরো
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা ও বাধার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় পাহাড় কাটা ও কালির ছড়াখাল দখল করে ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে পরিদর্শনে যায় সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি টিম। বেলার চট্টগ্রামের সমন্বয়কারী মনিরা পারভিন, কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলাম, মাঠ কর্মকর্তা ফারমিন এলাহী, নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুরসহ কয়েকজন সাংবাদিক ওই সময় উপস্থিত ছিলেন। ওই সময় হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরিদর্শনের সময় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে হৃদয়, আবু নোমান, সাইফুদ্দিন ভুঁইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল, সাঈদসহ আরও কয়েকজন গিয়ে বেলার টিমের সদস্য ও সাংবাদিকদের হুমকি-ধমকি দেন বলে অভিযোগে বলা হয়। এরপর তাদের বহনকারী গাড়ি আকবর শাহ এলাকায় সিটি করপোরেশনের লেকসিটি আবাসিক এলাকার প্রধান ফটকে আটকে দেয় জসিমের সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি লেকসিটি আবাসিকের কার্যালয়ে নিয়ে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি ওই স্থানে ছিলামই না।’ আকবর শাহ থানার ওসি ওয়ালি আকবর যুগান্তরকে বলেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তদন্ত করে ব্যবস্থা নেব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে পাহাড় পরিদর্শনে গিয়ে বাধার মুখে রিজওয়ানা হাসান
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা ও বাধার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় পাহাড় কাটা ও কালির ছড়াখাল দখল করে ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে পরিদর্শনে যায় সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি টিম। বেলার চট্টগ্রামের সমন্বয়কারী মনিরা পারভিন, কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলাম, মাঠ কর্মকর্তা ফারমিন এলাহী, নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুরসহ কয়েকজন সাংবাদিক ওই সময় উপস্থিত ছিলেন। ওই সময় হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরিদর্শনের সময় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে হৃদয়, আবু নোমান, সাইফুদ্দিন ভুঁইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল, সাঈদসহ আরও কয়েকজন গিয়ে বেলার টিমের সদস্য ও সাংবাদিকদের হুমকি-ধমকি দেন বলে অভিযোগে বলা হয়। এরপর তাদের বহনকারী গাড়ি আকবর শাহ এলাকায় সিটি করপোরেশনের লেকসিটি আবাসিক এলাকার প্রধান ফটকে আটকে দেয় জসিমের সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি লেকসিটি আবাসিকের কার্যালয়ে নিয়ে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
জহিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি ওই স্থানে ছিলামই না।’ আকবর শাহ থানার ওসি ওয়ালি আকবর যুগান্তরকে বলেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তদন্ত করে ব্যবস্থা নেব।