সব আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকদের ডেকেছে বার কাউন্সিল
যুগান্তর প্রতিবেদন
২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদালতের সঙ্গে জেলা আইনজীবী সমিতির ‘অপ্রীতিকর পরিস্থিতি’র প্রেক্ষাপটে বর্ধিত সাধারণ সভা ডেকেছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। ২৮ জানুয়ারির ওই সভায় সারা দেশের সব আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও সাধারণ সম্পাদকদের থাকতে বলা হয়েছে। সম্প্রতি বার কাউন্সিল এ বিষয়ে একটি নোটিশ দিয়েছে। সভার পর বার কাউন্সিলের নেতারা ব্রাহ্মণবাড়িয়ার জেলা বারে যাবেন। সেখানে আইনজীবীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ সমাধান করার কথা জানিয়েছেন বার কাউন্সিলের কমপ্লায়েন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সইয়ে দেওয়া ওই নোটিশে বলা হয়, ওইদিন বেলা ১১টায় বাংলাদেশ বার কাউন্সিলের একটি বর্ধিত সভা কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিভিন্ন জেলায় বিচারকদের সঙ্গে আইনজীবীদের দুর্ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। এরপর খুলনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীর সংশ্লিষ্ট বিচারকরা বিষয়টি সুপ্রিমকোর্টকে লিখিতভাবে জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সব আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকদের ডেকেছে বার কাউন্সিল
আদালতের সঙ্গে জেলা আইনজীবী সমিতির ‘অপ্রীতিকর পরিস্থিতি’র প্রেক্ষাপটে বর্ধিত সাধারণ সভা ডেকেছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। ২৮ জানুয়ারির ওই সভায় সারা দেশের সব আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও সাধারণ সম্পাদকদের থাকতে বলা হয়েছে। সম্প্রতি বার কাউন্সিল এ বিষয়ে একটি নোটিশ দিয়েছে। সভার পর বার কাউন্সিলের নেতারা ব্রাহ্মণবাড়িয়ার জেলা বারে যাবেন। সেখানে আইনজীবীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ সমাধান করার কথা জানিয়েছেন বার কাউন্সিলের কমপ্লায়েন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সইয়ে দেওয়া ওই নোটিশে বলা হয়, ওইদিন বেলা ১১টায় বাংলাদেশ বার কাউন্সিলের একটি বর্ধিত সভা কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিভিন্ন জেলায় বিচারকদের সঙ্গে আইনজীবীদের দুর্ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। এরপর খুলনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীর সংশ্লিষ্ট বিচারকরা বিষয়টি সুপ্রিমকোর্টকে লিখিতভাবে জানান।