ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে মানবাধিকার কমিশনের শঙ্কা
সাংবাদিককে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বাংলা ’৭১ নামে একটি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় জনমনে তার ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার এক বিবৃতিতে তারা জানায়, একজন ব্যক্তিকে পুলিশ কর্তৃক আটকের পর গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা সমীচীন নয়। সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে করা মামলার তদন্ত কাজে বিশেষ নজরদারি জারি রাখার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারকে বলা হয়েছে। মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। আর্টিকেল নাইনটিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে।
সাংবাদিক রঘুনাথ খাঁ সোমবার সকালে বাড়ি থেকে সংবাদ সংগ্রহের জন্য বের হন। বেলা সোয়া ১১টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের তিন রাস্তার মোড় এলাকায় দুজন লোক তাকে মোটরসাইকেল থেকে নামতে বলে। এরপর তাকে অন্য একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ কিছু জানে না বলে জানানো হয়। তবে ৭ ঘণ্টা পর সোমবার রাতে বিস্ফোরক দ্রব্য রাখা ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করে সেগুলোতে গ্রেফতার দেখানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাংবাদিককে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর গ্রেফতার
ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে মানবাধিকার কমিশনের শঙ্কা
বেসরকারি দীপ্ত টেলিভিশন ও বাংলা ’৭১ নামে একটি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার ৭ ঘণ্টা পর গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় জনমনে তার ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার এক বিবৃতিতে তারা জানায়, একজন ব্যক্তিকে পুলিশ কর্তৃক আটকের পর গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা সমীচীন নয়। সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে করা মামলার তদন্ত কাজে বিশেষ নজরদারি জারি রাখার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারকে বলা হয়েছে। মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। আর্টিকেল নাইনটিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে।
সাংবাদিক রঘুনাথ খাঁ সোমবার সকালে বাড়ি থেকে সংবাদ সংগ্রহের জন্য বের হন। বেলা সোয়া ১১টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের তিন রাস্তার মোড় এলাকায় দুজন লোক তাকে মোটরসাইকেল থেকে নামতে বলে। এরপর তাকে অন্য একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ কিছু জানে না বলে জানানো হয়। তবে ৭ ঘণ্টা পর সোমবার রাতে বিস্ফোরক দ্রব্য রাখা ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করে সেগুলোতে গ্রেফতার দেখানো হয়।