কালিয়াকৈরে বিলে মাছ ধরার মহোৎসব
jugantor
কালিয়াকৈরে বিলে মাছ ধরার মহোৎসব

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকায় দিনব্যাপী বুইড়ার বিলে মাছ ধরার মহোৎসব চলে। শনিবার ভোর হতে না হতেই উপজেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমি জেলে ও শৌখিন মাছ শিকারিরা এ বিলে মাছ ধরার জন্য ছুটে আসেন। মাছ ধরায় অংশ নেওয়া শত শত মাছ শিকারি তাদের পলো, চাবি জাল, ঝাকি জাল, ধর্মজাল, ঠেলাজাল, ঢোলনা জাল, টেঁটা নিয়ে মাছ শিকারে বিলের পানিতে নেমে পড়েন। মাছ পেয়ে আনন্দে আত্মহারা হন শিকারিরা।

এলাকাবাসী, উপজেলা মৎস্য অধিদপ্তর ও মাছ শিকারীরা জানান, উপজেলার বুইড়ার বিল, মকস বিল, আলোয়ার বিল, ফুলবাড়িয়া বিলসহ কমপক্ষে ১০-১২টি বিলে পানি শীত মৌসুমে কমে আসে। এসময় বর্ষায় এ বিলে অবস্থান নেওয়া নানা প্রজাতির মাছ আটকা পড়ে। বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছগুলো বিলের তলানিতে গিয়ে অবস্থান নেয়। এসময় এলাকাবাসী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি মাছ শিকারি ও শৌখিন মাছ শিকারিরা নানান মাছ ধরার সরাঞ্জাম নিয়ে প্রতি শনিবার একেক বিলে মাছ ধরতে নেমে পড়েন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, উপজেলার বিলগুলোতে শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে এলাকাবাসী দল বেঁধে মাছ শিকার করেন। এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

কালিয়াকৈরে বিলে মাছ ধরার মহোৎসব

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকায় দিনব্যাপী বুইড়ার বিলে মাছ ধরার মহোৎসব চলে। শনিবার ভোর হতে না হতেই উপজেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমি জেলে ও শৌখিন মাছ শিকারিরা এ বিলে মাছ ধরার জন্য ছুটে আসেন। মাছ ধরায় অংশ নেওয়া শত শত মাছ শিকারি তাদের পলো, চাবি জাল, ঝাকি জাল, ধর্মজাল, ঠেলাজাল, ঢোলনা জাল, টেঁটা নিয়ে মাছ শিকারে বিলের পানিতে নেমে পড়েন। মাছ পেয়ে আনন্দে আত্মহারা হন শিকারিরা।

এলাকাবাসী, উপজেলা মৎস্য অধিদপ্তর ও মাছ শিকারীরা জানান, উপজেলার বুইড়ার বিল, মকস বিল, আলোয়ার বিল, ফুলবাড়িয়া বিলসহ কমপক্ষে ১০-১২টি বিলে পানি শীত মৌসুমে কমে আসে। এসময় বর্ষায় এ বিলে অবস্থান নেওয়া নানা প্রজাতির মাছ আটকা পড়ে। বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছগুলো বিলের তলানিতে গিয়ে অবস্থান নেয়। এসময় এলাকাবাসী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি মাছ শিকারি ও শৌখিন মাছ শিকারিরা নানান মাছ ধরার সরাঞ্জাম নিয়ে প্রতি শনিবার একেক বিলে মাছ ধরতে নেমে পড়েন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, উপজেলার বিলগুলোতে শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে এলাকাবাসী দল বেঁধে মাছ শিকার করেন। এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন