আর্সেনালের হার
jugantor
আর্সেনালের হার

  ক্রীড়া ডেস্ক  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার আগে টানা ১০ ম্যাচে জয় ছিল না এভারটনের। অবনমন এড়াতে লড়তে থাকা সেই দলটিই নতুন কোচ শন ডাইসের অধীনে প্রথম ম্যাচেই হারিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে। শনিবার এভারটনের মাঠে ১-০ গোলে হেরে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারিয়েছে গানাররা। এ মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। ৬০ মিনিটে আর্সেনালকে স্তব্ধ করে দেওয়া একমাত্র গোলটি করেন এভারটনের ইংলিশ ডিফেন্ডার জেমস তারকোভস্কি।

দিনের অপর ম্যাচে ম্যানইউ ২-১ গোলে ক্রিস্টালপ্যালেসকে হারায়। আর লিভারপুল ৩-০ গোলে হেরে যায় উলভসের কাছে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আর্সেনালের হার

 ক্রীড়া ডেস্ক 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হওয়ার আগে টানা ১০ ম্যাচে জয় ছিল না এভারটনের। অবনমন এড়াতে লড়তে থাকা সেই দলটিই নতুন কোচ শন ডাইসের অধীনে প্রথম ম্যাচেই হারিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে। শনিবার এভারটনের মাঠে ১-০ গোলে হেরে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারিয়েছে গানাররা। এ মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। ৬০ মিনিটে আর্সেনালকে স্তব্ধ করে দেওয়া একমাত্র গোলটি করেন এভারটনের ইংলিশ ডিফেন্ডার জেমস তারকোভস্কি।

দিনের অপর ম্যাচে ম্যানইউ ২-১ গোলে ক্রিস্টালপ্যালেসকে হারায়। আর লিভারপুল ৩-০ গোলে হেরে যায় উলভসের কাছে। শুক্রবার রাতে ঘরের মাঠে এনজো ফার্নান্দেজের অভিষেকের ম্যাচে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট খোয়াল চেলসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে তারা। বেনফিকা থেকে আসা কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো গোলেই রাঙাতে পারতেন নিজের চেলসি-অভিষেক। কিন্তু ৭০ মিনিটে তার রংধনু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন