ইউজিসির চিঠিতে ঢাবি নিয়ে ‘অপ্রাসঙ্গিক’ তথ্য শিক্ষক সমিতির নিন্দা
ঢাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। এতে করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ওই চিঠির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি হিসাবসংক্রান্ত স্থায়ী কমিটির বরাত দিয়ে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সঙ্গে বিধিবহির্ভূতভাবে গবেষণা-ভাতা হিসাবে প্রদত্ত ৮৮ লাখ ৪১ হাজার টাকা চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ঢাবি শিক্ষক সমিতি মনে করে, এক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে ‘বিধিবহির্ভূত’ শব্দযুগল ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ শিক্ষক সমিতি বলছে, ‘ঢাবির শিক্ষকদের বেতনের সঙ্গে ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং বরাদ্দকৃত বাজেট থেকেই নির্দিষ্ট পরিমাণ গবেষণা ভাতা প্রদান করা হতো এবং সেটা দীর্ঘদিন ধরে প্রচলিত একটি রীতি ছিল। কিন্তু ইতোমধ্যে এই ভাতা প্রদান বন্ধ করা হয়েছে, যা ঢাবি সাধারণ শিক্ষকরা সহজভাবে নেননি। কারণ গবেষণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য বাধ্যতামূলক, সব শিক্ষককেই গবেষণা করতে হয়। তাই গবেষণা-ভাতা তাদের জন্য একটি যৌক্তিক প্রণোদনা, এটি তাদের
অধিকার। তাছাড়া ঢাবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সিনেট ও সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত বাজেট অনুসারে শিক্ষকদের প্রদত্ত টাকা ফেরত চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউজিসির চিঠিতে ঢাবি নিয়ে ‘অপ্রাসঙ্গিক’ তথ্য শিক্ষক সমিতির নিন্দা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। এতে করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ওই চিঠির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি হিসাবসংক্রান্ত স্থায়ী কমিটির বরাত দিয়ে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সঙ্গে বিধিবহির্ভূতভাবে গবেষণা-ভাতা হিসাবে প্রদত্ত ৮৮ লাখ ৪১ হাজার টাকা চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ঢাবি শিক্ষক সমিতি মনে করে, এক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে ‘বিধিবহির্ভূত’ শব্দযুগল ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ শিক্ষক সমিতি বলছে, ‘ঢাবির শিক্ষকদের বেতনের সঙ্গে ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং বরাদ্দকৃত বাজেট থেকেই নির্দিষ্ট পরিমাণ গবেষণা ভাতা প্রদান করা হতো এবং সেটা দীর্ঘদিন ধরে প্রচলিত একটি রীতি ছিল। কিন্তু ইতোমধ্যে এই ভাতা প্রদান বন্ধ করা হয়েছে, যা ঢাবি সাধারণ শিক্ষকরা সহজভাবে নেননি। কারণ গবেষণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য বাধ্যতামূলক, সব শিক্ষককেই গবেষণা করতে হয়। তাই গবেষণা-ভাতা তাদের জন্য একটি যৌক্তিক প্রণোদনা, এটি তাদের
অধিকার। তাছাড়া ঢাবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সিনেট ও সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত বাজেট অনুসারে শিক্ষকদের প্রদত্ত টাকা ফেরত চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক।’