ডায়রিয়ার জীবাণুতে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ছে
আইসিডিডিআরবি’র গবেষণা
যুগান্তর প্রতিবেদন
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডায়রিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু শিগেলাতে উদ্বেগজনকহারে অ্যান্টিবায়োটিক ওষুধের অকার্যকারিতা বাড়ছে। ফলে বিশ্বব্যাপী প্রতি বছর কয়েক লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব ব্যাকটেরিয়া। যার প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে। সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার বিকালে গবেষণা সংস্থাটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, মানুষ সাধারণত শিগেলা, রোটাভাইরাস, কলেরা, ভিব্রিও কলেরা, ইটেক এসব জীবাণ দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকে। আইসিডিডিআর,বির ঢাকা এবং মতলব হাসপাতাল থেকে ২০ বছরের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৭০ শতাংশেরও বেশি শিগেলা ব্যাক্টেরিয়া এখন বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্দেশিত সিপ্রোফ্লক্সাসিন এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী (রেজিস্ট্যান্ট)। ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে কার্যকর প্রথম সারির অ্যান্টিবায়োটিক হলো সিপ্রোফ্লক্সাসিন। শিগেলার জন্য ব্যবহার হওয়া অন্য অ্যান্টিবায়োটিকের প্রতিও এর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ার বিষয়টি মানুষ ও গবাদিপশুর মধ্যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের সঙ্গে জড়িত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইসিডিডিআরবি’র গবেষণা
ডায়রিয়ার জীবাণুতে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ছে
ডায়রিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু শিগেলাতে উদ্বেগজনকহারে অ্যান্টিবায়োটিক ওষুধের অকার্যকারিতা বাড়ছে। ফলে বিশ্বব্যাপী প্রতি বছর কয়েক লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব ব্যাকটেরিয়া। যার প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে। সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার বিকালে গবেষণা সংস্থাটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, মানুষ সাধারণত শিগেলা, রোটাভাইরাস, কলেরা, ভিব্রিও কলেরা, ইটেক এসব জীবাণ দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকে। আইসিডিডিআর,বির ঢাকা এবং মতলব হাসপাতাল থেকে ২০ বছরের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৭০ শতাংশেরও বেশি শিগেলা ব্যাক্টেরিয়া এখন বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্দেশিত সিপ্রোফ্লক্সাসিন এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী (রেজিস্ট্যান্ট)। ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে কার্যকর প্রথম সারির অ্যান্টিবায়োটিক হলো সিপ্রোফ্লক্সাসিন। শিগেলার জন্য ব্যবহার হওয়া অন্য অ্যান্টিবায়োটিকের প্রতিও এর প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বাড়ার বিষয়টি মানুষ ও গবাদিপশুর মধ্যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের সঙ্গে জড়িত।