বন্দর থেকে অপহৃত কিশোরী ফেনীতে উদ্ধার, গ্রেফতার ১
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অপহরণের দীর্ঘ ৮ মাস পর অবশেষে র্যাব-১১ সহযোগিতায় অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল হাসান শান্ত নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। ২৯ মে বন্দর উপজেলার তিনগাওয়ের মিনারবাড়ী এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে। গ্রেফতার রবিউল হাসান শান্ত লক্ষ্মীপুর জেলার রামগড় থানার ভাটিয়ালপুর এলাকার হান্নান মিয়ার ছেলে। পুলিশ অপহৃতকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং রবিউল হাসান শান্তকে আদালতে পাঠিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্দর থেকে অপহৃত কিশোরী ফেনীতে উদ্ধার, গ্রেফতার ১
অপহরণের দীর্ঘ ৮ মাস পর অবশেষে র্যাব-১১ সহযোগিতায় অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল হাসান শান্ত নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। ২৯ মে বন্দর উপজেলার তিনগাওয়ের মিনারবাড়ী এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে। গ্রেফতার রবিউল হাসান শান্ত লক্ষ্মীপুর জেলার রামগড় থানার ভাটিয়ালপুর এলাকার হান্নান মিয়ার ছেলে। পুলিশ অপহৃতকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং রবিউল হাসান শান্তকে আদালতে পাঠিয়েছে।