চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
jugantor
চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

  চট্টগ্রাম ব্যুরো  

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন-শাকিব(২২), রিপন(১৮) ও ইসরাফিল(২৫)।

প্রত্যক্ষদর্শী জানান, কল্পলোক আবাসিক এলাকার ৯ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ৩ শ্রমিক তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে দুজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম যুগান্তরকে জানান, নির্মাণাধীন ভবনের মালিকের নাম জানা যায়নি। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হবে বলে জানান তিনি।

চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

 চট্টগ্রাম ব্যুরো 
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন-শাকিব(২২), রিপন(১৮) ও ইসরাফিল(২৫)।

প্রত্যক্ষদর্শী জানান, কল্পলোক আবাসিক এলাকার ৯ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ৩ শ্রমিক তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে দুজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম যুগান্তরকে জানান, নির্মাণাধীন ভবনের মালিকের নাম জানা যায়নি। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হবে বলে জানান তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন