আন্তর্জাতিক মানে হিসাব করলে ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমবে: এফআরসির চেয়ারম্যান
যুগান্তর প্রতিবেদন
২১ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশে কোনো ব্যাংকের আর্থিক বিবরণী নিরীক্ষায় আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) মানা হয় না। এ কারণে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র আর্থিক প্রতিবেদনে উঠে আসে না। আইএফআরএস মেনে রিপোর্ট করলে ব্যাংকিং খাতের সম্পদ ৪০ শতাংশ অবলোপন হবে। সোমবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান প্রফেসর ড. হামিদ উল্লাহ ভূঁইয়া এসব কথা বলেন। সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।
ড. হামিদ উল্লাহ ভূঁইয়া আরও বলেন, আমরা চাই স্বচ্ছতা প্রতিষ্ঠায় আইএফআরএস বাস্তবায়ন করা হোক। তাহলে ব্যাংকের প্রকৃত চিত্র উঠে আসবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, ব্যাংকের হিসাব বিবরণী নিরীক্ষায় আইএফআরএস তথা আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে তাদের সম্পদ ৪০ শতাংশ অবলোপন করতে হবে। সহজ কথায় ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমে যাবে। তিনি বলেন, খেলাপি ঋণ বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। এই টাকা কি কখনো পাওয়া যাবে? যদি আদায় করতে সক্ষম হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে দেখি, খেলাপি ঋণ আদায় করা যায় না। বরং দুই শতাংশ জমা (ডাউন পেমেন্ট) দিয়ে এগুলোকে আবার নিয়মিত ঋণে রূপান্তর করা হয়।
তিনি বলেন, এই দুই শতাংশ দিয়ে তো ইন্টারেস্টও (সুদ আয়) আসে না। কারণ সুদ তার চেয়ে অনেক বেশি। সুতরাং ইন্টারেস্ট পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, কিন্তু পুনঃতফশিল করে ঋণ নিয়মিত করা হচ্ছে। ওই গ্রাহক তখন আবার অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছে। ড. হামিদ উল্লাহ ভূঁইয়া বলেন, এফআরসিতে জনবলের ঘাটতি আছে। নতুন জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। নিয়োগ পেলেই পুঁজিবাজারে নজর দেবে এফআরসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আন্তর্জাতিক মানে হিসাব করলে ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমবে: এফআরসির চেয়ারম্যান
দেশে কোনো ব্যাংকের আর্থিক বিবরণী নিরীক্ষায় আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) মানা হয় না। এ কারণে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র আর্থিক প্রতিবেদনে উঠে আসে না। আইএফআরএস মেনে রিপোর্ট করলে ব্যাংকিং খাতের সম্পদ ৪০ শতাংশ অবলোপন হবে। সোমবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান প্রফেসর ড. হামিদ উল্লাহ ভূঁইয়া এসব কথা বলেন। সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।
ড. হামিদ উল্লাহ ভূঁইয়া আরও বলেন, আমরা চাই স্বচ্ছতা প্রতিষ্ঠায় আইএফআরএস বাস্তবায়ন করা হোক। তাহলে ব্যাংকের প্রকৃত চিত্র উঠে আসবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, ব্যাংকের হিসাব বিবরণী নিরীক্ষায় আইএফআরএস তথা আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে তাদের সম্পদ ৪০ শতাংশ অবলোপন করতে হবে। সহজ কথায় ব্যাংকের সম্পদ ৪০ শতাংশ কমে যাবে। তিনি বলেন, খেলাপি ঋণ বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে। এই টাকা কি কখনো পাওয়া যাবে? যদি আদায় করতে সক্ষম হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে দেখি, খেলাপি ঋণ আদায় করা যায় না। বরং দুই শতাংশ জমা (ডাউন পেমেন্ট) দিয়ে এগুলোকে আবার নিয়মিত ঋণে রূপান্তর করা হয়।
তিনি বলেন, এই দুই শতাংশ দিয়ে তো ইন্টারেস্টও (সুদ আয়) আসে না। কারণ সুদ তার চেয়ে অনেক বেশি। সুতরাং ইন্টারেস্ট পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, কিন্তু পুনঃতফশিল করে ঋণ নিয়মিত করা হচ্ছে। ওই গ্রাহক তখন আবার অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছে। ড. হামিদ উল্লাহ ভূঁইয়া বলেন, এফআরসিতে জনবলের ঘাটতি আছে। নতুন জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। নিয়োগ পেলেই পুঁজিবাজারে নজর দেবে এফআরসি।