এলাকাভেদে পানির দাম নির্ধারণ করা উচিত: স্থানীয় সরকারমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
২১ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অভিজাত এলাকায় পানি, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে বস্তিসহ যেসব এলাকায় দরিদ্র মানুষ বাস করে, সেসব এলাকায় কম মূল্যে তা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স গুলশানে যা হবে যাত্রাবাড়ীতেও কেন তাই হবে? এক্ষেত্রে আমরা কেন ভর্তুকি দেব? ভর্তুকি যে কোনো সমাজের জন্য ক্ষতিকর। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য ত্বরান্বিত পরিবর্তন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২২ মার্চ বিশ্ব পানি দিবসকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, পানির সংকট আগের চেয়ে অনেক কমেছে। আমরা পানির জন্য রাস্তায় মানুষকে বিক্ষোভ করতে দেখেছি। কিন্তু এখন চিত্র বদলেছে। ঢাকা শহরে শতভাগ পানি নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম এবং রাজশাহীতেও পানি নিশ্চিত করা হয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ পানি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। পানি সম্পদের প্রাপ্যতা ও ব্যবস্থাপনা এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিতকরণে দেশে বিদ্যমান কার্যক্রমের গতি আরও বাড়াতে হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এলাকাভেদে পানির দাম নির্ধারণ করা উচিত: স্থানীয় সরকারমন্ত্রী
অভিজাত এলাকায় পানি, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে বস্তিসহ যেসব এলাকায় দরিদ্র মানুষ বাস করে, সেসব এলাকায় কম মূল্যে তা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স গুলশানে যা হবে যাত্রাবাড়ীতেও কেন তাই হবে? এক্ষেত্রে আমরা কেন ভর্তুকি দেব? ভর্তুকি যে কোনো সমাজের জন্য ক্ষতিকর। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য ত্বরান্বিত পরিবর্তন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২২ মার্চ বিশ্ব পানি দিবসকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, পানির সংকট আগের চেয়ে অনেক কমেছে। আমরা পানির জন্য রাস্তায় মানুষকে বিক্ষোভ করতে দেখেছি। কিন্তু এখন চিত্র বদলেছে। ঢাকা শহরে শতভাগ পানি নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম এবং রাজশাহীতেও পানি নিশ্চিত করা হয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ পানি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। পানি সম্পদের প্রাপ্যতা ও ব্যবস্থাপনা এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিতকরণে দেশে বিদ্যমান কার্যক্রমের গতি আরও বাড়াতে হবে।