এবার আইসিসির বিরুদ্ধে রাশিয়ার মামলা
এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে মামলা করল রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ৩ দিনের মধ্যে আইসিসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে দেশটির সর্বোচ্চ তদন্ত সংস্থা (স্টেট ইনভেস্টমেন্ট কমিটি)। আলজাজিরা। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকদের মামলার প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার স্টেট ইনভেস্টমেন্ট কমিটি।
ইউক্রেনের ‘অধিকৃত বিভিন্ন অঞ্চল’ থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগে শনিবার পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনের কমিশনার মারিয়া লেভোভা-বেলোভার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আইসিসি। প্রায় ১৩ মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই শিশু পাচারের অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ আমলে নিয়েই পরোয়না জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয়নি রাশিয়া। ফলে, রাশিয়ার ভেতরে এই পরোয়ানা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার আইসিসির হাতে বিচারিক ও পরোয়ানা জারির ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার আইসিসির বিরুদ্ধে রাশিয়ার মামলা
এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে মামলা করল রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ৩ দিনের মধ্যে আইসিসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে দেশটির সর্বোচ্চ তদন্ত সংস্থা (স্টেট ইনভেস্টমেন্ট কমিটি)। আলজাজিরা। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকদের মামলার প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার স্টেট ইনভেস্টমেন্ট কমিটি।
ইউক্রেনের ‘অধিকৃত বিভিন্ন অঞ্চল’ থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগে শনিবার পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনের কমিশনার মারিয়া লেভোভা-বেলোভার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আইসিসি। প্রায় ১৩ মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই শিশু পাচারের অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ আমলে নিয়েই পরোয়না জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয়নি রাশিয়া। ফলে, রাশিয়ার ভেতরে এই পরোয়ানা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার আইসিসির হাতে বিচারিক ও পরোয়ানা জারির ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই।