বন্দরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে শোকজ
বঙ্গবন্ধুর জন্মদিনে অনুপস্থিত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাইদকে শোকজ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান সোমবার কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, ১৭ মার্চ জেলা ও উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে বিনা অনুমতিতে আপনি অনুপস্থিত ছিলেন। এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরির গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮-এর আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি। আপনার বিরুদ্ধে কেন যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র জারির তারিখের তিন দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুর জন্মদিনে অনুপস্থিত
বন্দরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে শোকজ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাইদকে শোকজ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান সোমবার কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, ১৭ মার্চ জেলা ও উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে বিনা অনুমতিতে আপনি অনুপস্থিত ছিলেন। এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরির গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮-এর আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি। আপনার বিরুদ্ধে কেন যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র জারির তারিখের তিন দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেওয়া হয়।