বিড়িতে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদ শ্রমিকদের
যুগান্তর প্রতিবেদন
২৮ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বহুজাতিক সিগারেট কোম্পানির ষড়যন্ত্রে সুবিধাভোগী এনজিওর পক্ষ থেকে প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা কমানো, যাচাই-বাছাই ব্যতিরেকে লাইসেন্সসহ নকল বিড়ি বন্ধ, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিুস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং বিদেশি সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধ করা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিড়িতে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদ শ্রমিকদের
বহুজাতিক সিগারেট কোম্পানির ষড়যন্ত্রে সুবিধাভোগী এনজিওর পক্ষ থেকে প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা কমানো, যাচাই-বাছাই ব্যতিরেকে লাইসেন্সসহ নকল বিড়ি বন্ধ, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিুস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং বিদেশি সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধ করা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।