কালিয়াকৈরে তুরাগ রিসোর্টে ব্যবসা বন্ধের দাবি
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈরে ছোট ভাইদের ঘরবাড়ী দখল নিয়ে পবিত্র রমজান মাসেও অবৈধ ব্যবসার অভিযাগ উঠেছে বড় ভাইয়ের ওপর। হাসপাতাল, মসজিদ ও স্কুলের পাশে অবৈধ ব্যবসার বন্ধের দাবিতে শনিবার বিকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় ভাইদের ঘরবাড়ি ও জমি দখলে নিয়ে তুরাগ রিসোর্ট নামে একটি পিকনিক স্পট চালু করেন শাহিন আলমগীর। পরে তিনি ওই পিকনিক স্পটে অবৈধ ব্যবসা করে আসছেন। ঘরবাড়ি ও জমি ফেরত ও পৈতৃক বসতবাড়িতে রমজান মাসে অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানালে ক্ষিপ্ত হন পিকনিক স্পটের পরিচালক শাহিন আলমগীর। এর জের ধরে মালিক শাহিন ও অন্য সহযোগীরা হামলা চালিয়ে তার বড় ভাই হাজী আবুল কাশেমের হাত ভেঙে দেয়। এ সময় ফেরাতে গেলে অন্য ভাই মাসুদুল হক, রেজাউল হক, ভাতিজা এনামুল হক এমিলকে পিটিয়ে আহত করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। আহতদের মধ্যে হাজী আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানা হয়।
শনিবার বিকালে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের চা-বাগান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- আহত বড় ভাই হাজী আবুল কাশেম, রেজাউল হক ও তার স্ত্রী নাসরিন হক, মাসুদুল হক ও তার স্ত্রী রিপা আক্তার, স্থানীয় আলহাজ্ব রহম আলী ব্যাপারী, মাওলানা লেহাজ উদ্দিন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালিয়াকৈরে তুরাগ রিসোর্টে ব্যবসা বন্ধের দাবি
কালিয়াকৈরে ছোট ভাইদের ঘরবাড়ী দখল নিয়ে পবিত্র রমজান মাসেও অবৈধ ব্যবসার অভিযাগ উঠেছে বড় ভাইয়ের ওপর। হাসপাতাল, মসজিদ ও স্কুলের পাশে অবৈধ ব্যবসার বন্ধের দাবিতে শনিবার বিকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় ভাইদের ঘরবাড়ি ও জমি দখলে নিয়ে তুরাগ রিসোর্ট নামে একটি পিকনিক স্পট চালু করেন শাহিন আলমগীর। পরে তিনি ওই পিকনিক স্পটে অবৈধ ব্যবসা করে আসছেন। ঘরবাড়ি ও জমি ফেরত ও পৈতৃক বসতবাড়িতে রমজান মাসে অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানালে ক্ষিপ্ত হন পিকনিক স্পটের পরিচালক শাহিন আলমগীর। এর জের ধরে মালিক শাহিন ও অন্য সহযোগীরা হামলা চালিয়ে তার বড় ভাই হাজী আবুল কাশেমের হাত ভেঙে দেয়। এ সময় ফেরাতে গেলে অন্য ভাই মাসুদুল হক, রেজাউল হক, ভাতিজা এনামুল হক এমিলকে পিটিয়ে আহত করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। আহতদের মধ্যে হাজী আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানা হয়।
শনিবার বিকালে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের চা-বাগান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- আহত বড় ভাই হাজী আবুল কাশেম, রেজাউল হক ও তার স্ত্রী নাসরিন হক, মাসুদুল হক ও তার স্ত্রী রিপা আক্তার, স্থানীয় আলহাজ্ব রহম আলী ব্যাপারী, মাওলানা লেহাজ উদ্দিন প্রমুখ।