সোনারগাঁয়ে ছয় বিএনপি নেতার মুক্তি দাবি

 যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিএনপির ৬ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাগা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন